Notice Board Please Click to view Class Routine Please Click to view Gallery Please Click to view Result Please Click to view
বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষা/২৩ শুরু ০১-১০-২০২৩ খ্রি: সকাল ১০:৩০ হতে এবং এর ফলাফল ০১নভেম্বর দুপুর ১২টা প্রকাশিত হবে। ।
বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষা/২৩ শুরু ০১-১০-২০২৩ খ্রি: সকাল ১০:৩০ হতে এবং এর ফলাফল ০১নভেম্বর দুপুর ১২টা প্রকাশিত হবে। ।
প্রধান শিক্ষকের বাণী
ডিজিটাল বাংলাদেশ মাত্র দুটো শব্দ দিয়ে তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশকে প্রকাশ করা সম্ভব হয়েছে চমৎকার ভাবে। কিন্তু ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রম শুধু শব্দের বন্ধনে কাগজে কলমে সীমাবদ্ধ থাকতে পারেনা। তাইতো সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত উদ্যেগে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ চলছে। তথ্য এমন অবারিত যে, কোন প্রতিষ্ঠান বা বিষয় সম্পর্কে আপনি যেকোন জায়গায় বসে জেনে নিতে পারেন মাউসের এক ক্লিকে। তাই আমাদের সমন্ধেই বা আপনারা অজ্ঞ থাকবেন কেন? আমাদের ওয়েব সাইটে স্কুলের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষক শিক্ষার্থীদের তথ্য, স্কুলের ফলাফল, ও বিজ্ঞপ্তি সহ আরো অনেক কিছু থাকছে। আমি আশা করি এর মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সর্ম্পক আরও ভাল ও নিবিড় হবে। এরকম একটা উদ্যোগ সফল করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।
প্রধান শিক্ষক
প্রতিষ্ঠানের ইতিহাস
জয়পুরহাট কেজি এবং উচ্চ বিদ্যালয়টির নথিপত্র যাচাই পূর্বক জানা যায় যে, ১৯৬৩ খ্রিষ্টাব্দে জয়পুরহাট চিনিকল প্রতিষ্ঠার পর চিনিকলের কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদিগকে শিক্ষাদানের উদ্দেশ্যে ২১-০৬-১৯৬৫ খ্রিষ্টাব্দে বিদ্যালয়টি প্রাথমিক বিদ্যালয়রুপে (কেজি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ) আত্মপ্রকাশ করে। তারপর অনেক চড়াই উৎরাই অতিক্রম করে এটি প্রাথমিক বিদ্যালয়রুপে মঞ্জুরী প্রাপ্ত হয়। অতঃপর ২৮-১১-১৯৭২ খ্রিষ্টাব্দে তৎকালনি বৃহত্তর বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় কর্তৃক বিদ্যালয়টি কেজি কাম প্রাথমিক বিদ্যালয় রুপে ৬৭১২ স্মারকে স্থায়ী স্বীকৃতি লাভ করে।পর্যায়ক্রমে বিদ্যালয়টিতে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত চালূ করা হয় এবং ০৬-০৯-১৯৭৭ খ্রিষ্টাব্দে বিদ্যালয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহী কর্তৃক পাঠদানের অনুমতি লাভ করে। পরবর্তীতে ৯ম ও ১০ম শ্রেণি খোলার অনুমতি লাভ করে। ১৯৭৮ খ্রিষ্টাব্দে এই বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা প্রথম বারের মত এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করে। বহু শিক্ষার্থী এই বিদ্যালয় হতে এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করে বোর্ড স্ট্যান্ডসহ শতভাগ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে। বর্তমানে জনাব মো. আবু বকর সিদ্দিক প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।১৯৮৫ খ্রিষ্টাব্দে বিদ্যালয়টি প্রথম এম, পি, ও ভুক্ত হয়। বিদ্যালয়টি জেলার ১ম সারির বিদ্যালয় হিসেবে পরিচিত । অতঃপর ২০১৪ খ্রিষ্টাব্দের ২৬ ডিসেম্বরে বিদ্যালয়টি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশ গ্রহণে অত্যন্ত আড়ম্বরের সাথে তার সূবর্ণ জয়ন্তী পালন করে যা জয়পুরহাটে প্রথম।সানন্দে একটি কথা বলতে চাই যে, এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই আজ দেশে এবং বিদেশের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে দেশের কল্যাণে অবদান রাখছেন। এখানে একটি কথা উল্লেখ্য যে, ২০১৫ খ্রিষ্টাব্দে বিদ্যালয়টি শিক্ষা মন্ত্রনালয়ের (Secondary Education Quality and Access Enhancement Project (SEQAEP). মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক নগদ ১০০০০০/= (এক লক্ষ) টাকার পুরষ্কার ও একটি প্রাতিষ্ঠানিক কৃতিত্ব সনদ লাভ করে।
মোঃ আবু বকর সিদ্দিক
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
কেজি এবং উচ্চ বিদ্যালয়।



